IQNA

জার্মানের দারুল কুরআন কর্তৃক প্রকাশিত;

ভিডিও | মাহমুদ শাহাতের মনোমুগ্ধকর তিলাওয়াত

তেহরান (ইকনা): সম্প্রতি জার্মানের দারুল কুরআন মিশরের প্রসিদ্ধ ক্বারি মাহমুদ শাহাত আনোয়ারের সুললিত কণ্ঠে সূরা ফুসসিলাতে ৩৭ নম্বর আয়াত তিলাওয়াতের একটি ভিডিও প্রকাশ করেছ।

 

«وَمِنْ آيَاتِهِ اللَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ لَا تَسْجُدُوا لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ وَاسْجُدُوا لِلَّهِ الَّذِي خَلَقَهُنَّ إِنْ كُنْتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ»

“তাঁর (ক্ষমতার) নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রাত ও দিন, সূর্য ও চাঁদ। তোমরা সূর্যকে সিজদা করো না, চাঁদকেও নয়; সিজদা করো আল্লাহকে, যিনি এগুলি সৃষ্টি করেছেন, যদি তোমরা প্রকৃতই তাঁর ইবাদত কর।”


এই তিলাওয়াতটি মিশরের এই যুবক ক্বারি সেদেশের দাকাহলিয়ায় ৩য় জুলাই অনুষ্ঠিত একটি কুরআন মাহফিলে পরিবেশন করেছেন।

 

জার্মান দারুল কুরআন হামবুর্গের ইমাম আলী ইসলামিক সেন্টারের আওতাধীন এবং এই সেন্টারের তত্ত্বাবধায়নে সোশ্যাল মিডিয়ার পেজসমূহে বিশ্বের বিশিষ্ট ক্বারি বিশেষ করে ইরান ও মিশরের প্রসীদ ক্বারিদের কুরআন তিলাওয়াত প্রকাশ করা হয়। iqna

 

آماده//فیلم | فرازی از تلاوت مجلسی محمود شحات

 

captcha